প্রেমভিক্ষা






ভালোই  যদি না বাসিতে হায় কখনো  
কেন ধরেছিলে সেদিন হাতে হাত বলো 
ভালবাসা যদি মরীচিকা ছিলো তবে 
কেন সেদিন আগলে দাড়ালে মোর পথ বলো ।।

ঘৃণা ভরে দিলে অন্তরে আজ ভালোবাসি বলে 
আমি যে নই গো তোমার সেই স্বপ্নকন্যে 
প্রীতিমূর্তি রূপে যে নারী এসেছিলো সেদিন 
বাদল মেঘে ভেসেছিল ওই আকাশ নবীন ...

নিথর হয়ে পড়ে রইলো আমার স্বপন 
কেটেছিলো সেদিন মিথ্যা প্রেমঘোর যেমন 
চিরতরে দূরে চলে যেতে সময় এলো চলে 
অশ্রু হয়ে ঝরবো এবার তোমার নয়ন হতে---

দেখব আজ কে প্রিয়জন মুছাবে সে অশ্রু 
মনে পর্বে একদিন ভিখারী সে এসেছিল এক 
তোমার দুয়ারে নিতে প্রেমের ভিক্ষা --
আজ দেখো মিশে আছে সে তোমার চরণ ধুলায় 
নীরব প্রাণ এক --একমুঠো প্রেমভিক্ষার আশায় ।।

                               ..........অরুণিমা 

শেষচিঠি



হে প্রিয় ,

তুমি আমার নও তবুও যে 
ভালোবাসি তোমাকে আমি --
যদিও নেই হৃদয়ে ছোট্ট জায়গাটুকু 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি !!

জেনেও তুমি নও সাথী আমার 
ভালোবাসি তোমাকে আমি --
দোষটুকু যে আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি !!

স্বপ্ন দোলায় দুলেছি যদিও জানি 
প্রেমের হাওয়াটুকু যে আমার নয় 
আকাশের তারার ভিড়ে এতটুকু জায়গা 
জানি আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি 
হৃদয়ের পথে কাঁটাগুলো যে আমার 
ছলনায় ভরা জানি ওই হৃদয় 
জানি আমার কথা যে শুনবে না তুমি 
তবুও যে তোমাকে ভালোবাসি তোমাকে আমি ---

জানি চোখের পাতায় জমা জলটুকু 
দেখবে না তুমি -- শুনবে না ওই কান্না 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি 
পথ চেয়ে একা বসে থাকি তোমার আশায় 
জানি এ পথ তোমার নয় তবুও 
ভালোবাসি যে তোমাকে আমি 

গানের বীণা যে যায় থেমে 
তোলে না যে ছন্দের লহর 
জানি তুমি শুনবে না আমার বাঁধা গান 
প্রদীপ শিখা যে নিভে যাবে জানি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি --

সবুজ তরুর হাওয়ায় দোলে 
শাখায় শাখায় লিখে যাই হারানো সেই নাম 
জানি নেবে না তুমি জীর্ণ এ পাতার নোহর 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি !!

অবসাদে চোখ দুটি হয় ম্লান আজ 
অভিমানে ঢেকে রাখি তারে দুহাতে 
জানি ফুরাবে আমার চোখের আলো 
জানি আসবে না তুমি কলে নিয়ে যেতে 
তবুও ভালোবাসি যে তোমাকে আমি --

শেষ যাত্রায় মরণের পথে আমি চেয়ে 
জানি সে পথ ফুরাবে না আমার 
বিদায় বেলায় জানি আসবে না তুমি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি ---

মনের কথাটি তাই লিখলাম কবিতায় 
জানি শব্দগুলো বলবে আমার কথা 
রয়ে যাবে অক্ষরের আড়ালে আমার ব্যথা 
জানি হারানো দিনের ছায়াতীরে আসবে না ফিরে 
তবুও বলি শেষে --ভালোবাসি তোমাকে আমি  !!!

                                                   ................অরুণিমা 

আলোছায়া



সেদিন ওই নয়নের পারে দেখেছিলাম তারে 
       ' মা ' বলে ডেকেছিলো যে ও মোরে ;
তার সেই ছোট্ট হাতের কোমল ছুঁয়ায় 
        পরম স্নেহে ছুঁয়েছিল যে আমার দুটি হাত !!

বলেছিলো কেঁদে  "মা , তুমি থেকো পাশে মোর 
       আমি যে অবুঝ--তবু বুঝি তুমি যে আমার 
বেশ ছিলাম যখন ছিলাম তোমার ছায়াতে 
        নিভে যেত তখন সব ভয় তোমার পরশে---

বাস্তব যে বড়ো নিঠুর মা--বুঝালো আমায় আলো ,
      মা, নিয়ে নাও আমায় তোমার স্নেহের ছায়ায় --
রেখে দাও আমায় স্নেহের ভিড়ে লুকিয়ে তোমার আঁচলে 
      ভয় করে গো মা--মা, যেও নাগো কভু যে আমায় ছেড়ে !!!

                                                  ..................অরুণিমা 

নয়নমোহনা



ঝর ঝর ঝর ঝরে 
     নিশীথে শাওন ধারা 
গুরু গুরু গুরু গরজে 
     অম্বরে মেঘ মালা ।।

ঝির ঝির ঝির ঝরে 
    বর্ষায় অঝোর মেঘ বৃষ্টি 
ছম ছম ছম নুপুর বাজে 
    শোনা যায় ওই প্রেমগীতি !!

দোলে দোলে আজ বনদোলনা 
     রুন ঝুন ঝুন নুপুর ধ্বনি যায় শুনা 
খিলখিল খিলখিল কুমারীরা হাসে 
      বিজলী যে গরজে আষাঢ় অম্বর মাঝে ।।

ঝর ঝর ঝর ঝরে শুকনো  বনে ঝরাপাতা 
    শীতের হাওয়ার পরশে পিহু যে মাতোয়ারা 
বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত আর শীতের কুয়াশায় 
    রূপের আসা যাওয়ায় ধরা যে সদাই অপরূপা  !!


                                                                                 অরুণিমা 

প্রেমানুভূতি



সই ,কার বাঁশি যে আজ শুনি কানে
থাকিতে নারি সখী আর গৃহমাঝে --
শুনি মধুর ধ্বনি ওই সুদুর নিবিড় বনে ,
ময়ুর ময়ূরী যেখানে নাচে পাখনা দুটি মেলে !!

মন যে হয় উতলা ওই সুরের টানে
কোয়েল দোয়েল সবে বলে "ওই চতুর
বাজায় বাঁশি এ মধুর সুরে--ওই সুদূর বনে "
থেমে যায় উজান বাতাস -- থেমে যায় উড়ন্ত পাখি --
স্থির হয়ে শুধু শুনি যে তারই মধুর ধ্বনি --

মিনতি করি তার ওই পায়ে ধরি ;
বাজিও না বাঁশি হে সুদুর অতিথি !
বল না আমায় সখী আর কি ঘরে থাকা যায় ;
নুপুর যে উতলা হলো তার সুরের মায়ায় ;
ঢেউ উঠেছে আজ আকাশে বাতাসে --
শুধু বলে আজ তোমায় ভালোবেসে --
গান আর গান শুধুই রইবে বাঁধা মালায় দেখো --
আর রইবে ভালোবাসার একটি ছোট্ট আলো !!!


                                                                                                                    .........অরুণিমা 

অল্পকথা



অশান্ত এ মনে শ্রাবণের ধারার মাঝে 
অসীম অন্ধকারে কত যে সুর বাজে 
অল্পকথা অল্পগান রইলো আজ লেখা 
হৃদয়ে এঁকে যাই আজ হৃদয়েরই রূপরেখা ।।

আঁখির আকাশে যখনই হয় কল্পনার প্রবেশ 
আলোকিত করে তুলে সৃষ্টিরূপের দেশ 
আঁধার ভেঙে উল্লাসে নাচে কবিতার শব্দরাশি 
   সুরের ঐক্যতানে বেজে উঠে মনে প্রেমের বাঁশি ।।

প্রজাপতির ডানায় আলতো ছুঁয়ে যায় আমায় স্বপন 
গহন রাতেও শুনি যে ভ্রমরের অভিমানী গুনগুন 
বিদায় বেলায় কুহু যে ডাকে ওই মালতী বনে 
  স্বপন বিলাসে দোলে মন রঙ্গে তরঙ্গে মধুর তানে ।।

                                                                                     ............অরুণিমা 

অভিমান



শব্দগুলো আজ হারিয়ে গেছে
নিরব হয়ে গেছে মন
 শুধু অশ্রুজলে ভাসছে হৃদয়
যেন অঝরে অনুক্ষণ !!

কোথাও  নেই আজ পাখির কুজন
নিরব হয়েছে কুহুর সুর
পাতাগুলি আজ মৃতপ্রায় যেন
জীবনবর্ষা ছুয়নি তো গগন !!

রাত দিন যেন চলেছে আপন পথে
হারিয়েছে আনন্দ পরাজিত পথে
হারিয়ে গেছি আমিও আজ
পাওয়া না পাওয়ার অভিমানে অভিলাষে !!!
                                                           অরুণিমা 

আনন্দাশ্রু





অন্ধকারের উদাসী রাত কাটলো এই আশায় 
      ভোরের সূর্য ভাসাবে আবার আলোয় আমায় 
বলছে বাতাস ভরবে প্রাণ কুহুর মিষ্টি সুরে 
       আজ এই প্রেমিক মন ডাকছে যেন কারে ?

মনবাগানে আজ ফুটেছে কত যে ফুল 
     লেগেছে হৃদয়ে আজ ভালবাসার দোল ,
  হারিয়েছে আজ কত যে টুটে যাওয়া স্মৃতি 
     তোমার ছুঁয়ে এলো আলো সুখ প্রীতি !!

প্রদীপ আজ জ্বেলেছি মন দুয়ারে দেখো 
    তোমারই যে আমি একথাটি মনে রেখো --
আর বলোনা কিছু বুঝেছি প্রিয় আমি 
    চোখের ভাষা যে বলে দিল অনেক কিছু 
এতদিনে স্বপ্ন আমার হলো যে পূর্ণ 
    প্রিয়,তোমায় ছাড়া ছিলাম আমি অপূর্ণ !!

                                                              অরুণিমা 

আগমনী



এসো মা আজ নবরূপে নবসাজে
        সেজেছে আকাশ যে তোমারই রূপের প্রভাতে
সহস্র শিশিরকণা পাতায় যেন বধূসাজে আজ
         জেগেছে শুধু যে আনন্দময়ীর রূপের আহ্বানে !!

    শুভ্র শঙ্খ বীণা বাজে শুনি আজ ওই মধ্যগগনে
          শিউলির মাতানো গন্ধ ছড়ালো যে ভুবনে --
কাশবনে আজ দেখি লেগেছে খুশির দোলা
          চঞ্চলা মেঘেরা আনন্দে আজ ভাসালো ভেলা !!

মহাশূন্য মনে হয় যেন মা তোমার আঁচল
          সাতরঙে রাঙা হলো এই উজর ধরাতল --
সকল কাজের মাঝেও কভু ভুলিনা যেন
          মা যে আসছে--আর মাত্র শুধু এই দিনগুলো !!!

অরুণিমা 

মৌন অনুভুতি




মৌন আকাশতলে ব্যথাতুর নিঃসঙ্গ জীবন 
        পলে পলে ছুঁয়ে যায় শুধু অসহ্য বেদন --
আজ আর নেই কোনো আশা নেই ভালবাসা 
        আছে শুধু ব্যথা আর অশ্রুমেঘাচ্ছন্ন কুয়াশা !!

নীরবে মিলিয়ে গেছে তোমার দেওয়া সেই স্মৃতি মধুর

        দাড়িয়ে আছে আজ সম্মুখে ভয়ংকর বাস্তব কঠোর ----
হেঁটে যেতেই হবে আজ এই অশ্রুসজল চোখে কাটাভরা পথে 
        মন ছাড়া কেউই যে বলেনি "আমি আছি তোমার সাথে "---
হাত ছুটে ছেড়ে চলে গেছে যত সেই অতীতের রাঙা পল 
         পলকে চেয়ে দেখি রেখে গেছে শুধুই ব্যথা আর অশ্রুজল 
মৌন আজ পাখিরা আর সেই স্মৃতির অপূর্ণ সব বাণী 
          কোথাও রইলো না আর মনে তোমার প্রেম মূরতি !!

বলেছিলে তখন চোখে চোখ রেখে "আমি আছি সাথে"

          এগিয়ে চল শুধু রেখো হাত হাতে -----"
সময়ের স্রোতে হারিয়ে গেছে আজ সেই মধুর প্রতিশ্রুতি 
          ফেলে রেখে গেছে শুধু তোমার স্পর্শের "মৌন অনুভূতি " !!!
                                                                                 
                                                                         অরুণিমা 

প্রিয়তম



তোমারি আঁখির মত আকাশের তারা দুটি 
     মিটমিট করে চেয়ে থাকে ওই 
            আমার পানে হে প্রিয় !!

কালবৈশাখীর মেঘে ঢেকে যায় ওই সব তারা 
     শূন্য গগনে মনে হয় যেন
          তোমার শুরু আমার সারা  !!

মৌন গগনে চাঁদ ভরে আলো 
     কেটে যায় মেঘ আঁধার কালো 
            হিম হয়ে ছুঁয়ে যায় তোমার নীরবতা !!

এসো গো কাছে চলে যেওনা হে
        ভেঙ্গে পাহাড় মুখর ঝরনা বহে 
         মনে হয় যেন চকিতে চায় চাঁদ 
(ওগো ) তোমার পরশ যে আমারে কাঁদায় !!!

আজ ধীর সমীরণ বহে 
কপোতীরা নাহি কহে কথা    
চুপ করে দেখে শুধু 
বাহিরের ঝড় ---অন্তরের নীরবতা !!!!

                                                                           অরুণিমা 

মধুর বিরহ



নিশি নিঝুম ঘুম নাহি আসে
খুঁজে যাই প্রিয় তোমারই পরশ যে--
দিন নাহি যায় রাত নাহি কাটে ,
কোথা তুমি হে দূর প্রবাসে !!

কপোত কপোতীরা নীরব নাহি রহে ,
অজানা এ মনে আসে কত কথা
তবু নাহি আসে স্বপন সুবাসে ;
বিঁধে যায় বুকে তোমার নীরবতা !!

ফুরায় দিনের বেলা ফুরায় না রাতি,
শিয়রে হায় আজো জ্বেলে যাই আশার বাতি,
অভিমানে সে দীপ নিভে যায় আজি
বিষাদ মাখা মুখ আর যে দেখিতে নারি !!


কত দিন যায় ,কত দিন আসে ,
তবু ও যে  আসো নাহি তুমি !
পূর্ণিমার চাঁদ নিভে যায় আজি
তবুও দেখা নাহি পাই যে তোমারি !!!

অরুণিমা 

বাস্তব



প্রেম ,ভালোবাসা ,পরিণয় 
বাঁধা এই বন্ধন মনের আলোয় 
তুমি বললে মন যে বাস্তব নয় 
পুতুল নাচের এই দুনিয়ায় !!

জীবন মরণের শপথ নেওয়া 
সুখ দুঃখের এই আনাগুনা 
ভাব ভাবনার এই মেলায় 
কত ফুল ফুটে  জীবন বাগিচায় !!

জীবন মঞ্চের এই নাটকে 
অভিনয় --শুধুই অভিনয় 
পেয়ে হারানোর পালাবদলের এই খেলায় 
মন ডুবে যায় অসহ্য যন্ত্রণায় !!

কত টুটে যাওয়া স্বপ্নের আঘাতে 
আঁতকে উঠি তোমায় হারাবার বিভীষিকাতে 
স্নেহ-মায়া-মমতার বন্ধন বাঁধি 
ভালোবাসি যে তোমাকেই আমি !!
                                                                           অরুণিমা 

জীবনসাথী






লিখেছি আজ তোমায় নিয়ে  
কত স্বপ্ন তোমাকে নিয়ে 
জীবন মরণ তোমারই পরশে 
      নিয়ে চলো আমাকে স্বপ্নের দেশে !!

সাতপাকে বাঁধা পড়ল এই মন 
সিঁথিতে সিঁদুর দিলাম যখন 
মনে হলো যেন পেয়েছি ওই গগন 
যেখানে রয়েছে শুধু তোমার ভুবন !! 

আমি যে শুধু তোমারই ওগো 
একথাটি যে মুখে বলিনি কখনো
নেই যে আর ভাবনা ভয় 
তোমার হাতে অর্পিত এই হৃদয়
ছুঁড়ে দাও কি করো বরণ 
      নিতে পারবেনা তোমার থেকে আমাকে মরণ !!!


                                                       " তোমারই  অরুণিমা "




হারানো সুর




খুঁজে চলেছি সেই হারানো সুর,
        খুঁজে চলেছি সেই অতীত সুদূর --
 কাটেনি যে আজ ও রাতের আঁধার 
        হয়নি যে ভালোবাসার ভোর !!

মরণের পারে তোমার ছোঁয়া 
         বার্তা লয়ে যায় দখিন হাওয়া ;
মন মিশে যায় তোমার পরশে 
         হারানো সুর তবু না গরজে !!

কত কথা কত গান রচে 
        তোমাকে শোনাবার তরে,
শুনতে চাওনি তুমি আজ ও 
        মনের কথাটি যে রইলো মনে !
পেলোনা আমার সুর তোমার পরশ 
        পেরিয়ে গেলো কত সুদীর্ঘ বরষ --
মরণের পারে ওগো মিলনের আশায় 
        হেঁটে চলেছি আজ ও মরণের নেশায়!!!

                                                                        অরুণিমা 

আর্তনাদ




সখী , বল ওকে চলে যেতে বল--
বল না ওকে মুছে দিতে বল
সব মিথ্যা আশা , সব স্মৃতি --
রয়েছে যেখানে ওর মূর্ত স্থিতি !!


চাই না আর এই হারানোর ব্যথা
      চাই না আর ওর আসা যাওয়া 
দেখবো না আর সেই ফেলে আসা পথ 
      আজ নিজেকে ভালোবেসে নিলাম শপথ !!

জগত যেথায় দিয়েছে আমায় 
      শুধুই অপমান আর অবহেলা --
চাইনা আর এই মিথ্যা ভালো থাকা ;
    প্রাণ যেখানে জুড়ায় যেতে চাই সেথায় --
রয়েছে যেখানে সুরের সাড়া ,
     আর একটি প্রাণ ভালোবাসায় ভরা !!!

অরুণিমা 

ভাবনা



ভেবেছিলাম ভুলে যাবো তোমাকে 
ছিন্ন করে দেবো সব বন্ধন 
খুলে ফেলবো এই পরাধীনতার শিকল 
    বইতে দেবোনা আর অশ্রুজল
ভেবেছিলাম মুছে দেবো সব স্মৃতি 
      ভাঙব মনমন্দিরে বসানো তোমার মূর্তি !!

ভেবেও ভাবনা হয়না শেষ 
রেখে যায় শুধুই স্মৃতি অশেষ 
চেয়েও কেন চাইনা মুক্ত করতে 
   নিজেকে পরানো এই শিথিল শিকল 
শুধু ভাবনাই কি তাহলে শেষ 
    কেন রয়ে যায় শুধুই প্রশ্ন অশেষ????
                                                       
                                                                                                                           অরুণিমা

       


প্রাণলিপি


ভেবেছিলাম শুধু ভালোবেসে কাটাব জীবন ,
ছিনিয়ে নিতে পারবেনা 
তোমার থেকে আমাকে মরণ !
চোখের জলে লিখেছি আজ এই লিখন --
জানি--একদিন তুমি করবে আমাকে বরণ !!

কিন্তু সেদিন থাকব না আর এই জগতে ,
অবহেলায় অপমানে মুছে যাবে সব স্মৃতি ,
থেকে যাবে হয়তো ব্যথা--শুধুই ব্যথা , 
 বিদায় নিলাম আজ তোমার থেকে আমি !!

আমি যে শুধু তোমারই জেনো --
তবু তুমি আমার নও তা জানি ;
খুঁজে বেড়াই প্রতি পলে তোমাকেই আমি --
ওগো তোমাকেই যে আমি ভালোবাসি !!!

অরুণিমা 

বেদনা



মনের কোণে এতটুকু জায়গায়
 চেয়েছিলাম গো এতটুকু ভালোবাসা
পিয়াসী মন চেয়ে থাকে চকোরের মত
  ভালোবাসার মেঘ-বৃষ্টির অপেক্ষায় !!

দখিনা বাতাস কেঁদে চলে যায়
    রেখে যায় বুকে ব্যথার কুয়াশা
পিপাসিত মন ভরে উঠে বেদনায়
    চেপে যায় মনে সব আশা নিরাশা !!

সুখ দুঃখের স্বপ্ন বাঁধা ঘরে
    নিভে যায় আশার বাতি ;
কেঁদে উঠে মন তারে হারাবার
    বিভীষিকার ঘোরে !!

নিভে যায় প্রদীপশিখা
        মুছে যায় সব আশা
পড়ে থাকে শুধু শূন্যতা
        আর অপূর্ণ সব আশা !!


                                             অরুণিমা 

মনপাখি




গা রে পাখি মোর 
     দে ভরে দে সুরে গানে --
চুপ করে চলে যাসনা উড়ে 
      চেয়ে থাকি তোর পথের পানে !!

ফিরে আয় পাখি মোর 
 ডেকে তোরে কাতর হলো 
 একা মন উদাস দুপুর --
বয়ে চলে শুধু প্রানহীন বাতাস 
      আর নীরবতার সুর !!

নেই যে আজ খুশির ঠিকানা --
     মন বলে আর কিছুই চাইনা !!
অবাক হয়ে তাকিও না আর ,
      আনন্দে ভরে উঠলো প্রাণ আমার !  
 ভরলো আকাশ মাতলো বাতাস 
      ফিরে এল মনপাখি আমার !!
                                                               অরুণিমা 

জিজ্ঞাসা


ভালবাসা আর সমর্পণ 
  জীবনেরই দর্পণ ,
তবু কেন এই শূন্যতা --
  সেই অপূর্ণ থেকে যাওয়া ?
বুকের ভেতর থেকে যাওয়া 
  সেই অশেষ যন্ত্রণা --
     মুখ ফুটে যা যায়না বলা !!

সংগীতের সুর তালে ছিল বাঁধা 
   তোমার আর আমার ভালবাসার বীণা --
ছিল যে ভাবনার আবেশে ভরা 
    প্রেমের চন্দ্র-সূর্য-তারা--

কেন হলো না সে স্বপ্ন পূরণ 
   কেন থেকে গেল শুধুই মরণ 
কেন গাওয়া হলো না সে গীত 
   কেন ছিঁড়ে গেল প্রেমের বাঁধন 
        কেন পড়ে রইলো শুধু 
               অপূর্ণ এক শূন্য জীবন ??
    
তবুও চলে যাই খুঁজে পথের ঠিকানা 
পেয়ে যাই শুধু অপমান আর অবমাননা 
   রেখে গেলাম শেষ চিঠি 
         রেখে গেলাম শুধুই স্মৃতি 
             একফোঁটা ভালবাসার আশায় ---


    অরুণিমা                                                                                      

বন্দনা




সৃষ্টির আনন্দে মজে আছো যে 
  নেই কোনো ভাবনা ভয় 
কত যে রচনা ,কত যে রটনা 
   মিশে আছো সৃষ্টির আলোয় !!

মজে আছে মন তোমারি 
   অরূপ রূপের ভাব্সাগরে 
ডুব দিতে চায় 
    মনিকান্চন কুড়াবার আশায় !!

সমুদ্ররূপ গভীর যে তোমার হৃদয় 
     নেই কোনো পারাপার 
 তাই এই ভাব সম্ভার চিত্তে 
     ভরে উঠে মন তোমারি বন্দনে !!




অরুনিমা 

শ্রী রামকৃষ্ণ বন্দনা




হে যোগঋষি শ্রী রামকৃষ্ণ
লহ হে প্রণাম ঠাকুর
জীবনভক্তি তোমায় অর্পিত
দাও চরণে ঠাই হে ঠাকুর !!

ভবসমুদ্র যে অপার
পার করে দাও হে ঠাকুর
চরণামৃত পান করে হোই
ভক্তিরসে ভাববিভোর !!

জীবের উদ্ধারতরে
এস হে আবার ধরাধামে
নিরমল মধুর তোমার রূপে হোক
মানব জীবন সফল হে ঠাকুর !!      

                                                                    অরুণিমা

ঠিকানা



নিঝুম দুপুরে মন বলে 
  চল চলে যাই দুরে --
পাখিরা যেখানে উড়ে যায় 
  খুলে যায় যেখানে 
         গভীর তত্ত্ব !!

   নীরব আকাশ ব্যস্ত ধরা 
      শুধু রোদ্দুর আর পাতা ঝরা 
রোদের ঝিকিমিকি 
    পাখিদের কিল্ কিলি 
     সেই  কবিতা আর গান --
চলে যায় মন-- 
 স্বপ্নের ঘোরে--

সময়ের স্রোতে ভেসে চলে 
কত রঙ্গে রাঙ্গা স্বপ্ন;
রেখে যায় শুধু  স্মৃতি --
আর শুধুই প্রশ্ন!!

কত আশা কত স্বপ্ন 
সবই তোমাকে ঘিরে 
মন বলে আজ ও 
আসবে তুমি ফিরে !!

সুরের ঝরনায় ডুবে 
খুঁজে যাই খুশির ঠিকানা 
হটাৎ ছুঁয়ে যায় সেখানে বাস্তবের ইশারা 
বলে-“ফিরে আয়, ওরে ফিরে আয় --
নেই কোথাও ভালবাসার ঠিকানা” !!


অরুণিমা

আলেয়া





আলেয়া  যে ও 
যত চাই না পাই তাকে 
ছুঁতে গিয়ে নিজেই হারাই !!
কি সে ?---

আলেয়া যে ও 
মন তো আলেয়া নয় 
তবে কেন ভালোবাসা  !
যত কাছে তত দুরে --
পথ তার না হয় শেষ !
তবেই কি সে আলেয়া ?
মনের গভীরে তাকে খুঁজি ,
কত আঁধার ,কত আলো ,কত যে হারানো পথ;
শেষ প্রান্তে পৌঁছে --
সে যে অশেষ , অনন্ত--সে যে ভালোবাসা !!

জানিনি তাকে কখনো --
জানতে চাইনা সে কে--
তবুও বারে বারে সেই আলো 
আঁধার বেড়ায় খেলে তাকে ঘিরে 
যেখানে খুঁজে পাই সেই "মহাসন্ন্যাসীকে"

কি সে ?

ভালোবাসা -- আলেয়া ??



অরুণিমা 

মা


এত সুন্দর এত অপরূপ 
এত নির্মল ,বিশাল তোমার অরূপ রূপ ,
নবজীবনে নব দূর্গা তুমি --
হে নারী ,তোমার স্বরূপ কে  চেনো  ,
তুমি জাগো !!

হে প্রলয়ঙ্করী ,হে মমতা সুন্দরী 
ছড়াক বিশ্বে তোমার মধুর অমৃত বাণী ;
এসো  হে দূর্গা ,এসো  হে কালী 
হে লক্ষ্মীরূপা ,সুষমা মুরতি --
হে নারী তুমি জাগো !!

জাগো হে মাতৃস্বরুপা                                                            
জাগো হে নবনন্দনা ,
বন্দনে ভরুক তোমার চিত্ত 
অনুভব করুক এ বিশ্ব তোমার স্বত্ব 
হে নারী তোমার স্বরূপ কে চেনো ,
জাগো,তুমি জাগো !!

এসো হে এবার, জাগো দুর্গারূপে 
বিশ্ব কর ভয়শূন্য 
উচ্চতর পথে চলো ,মুক্ত করো 
শিকলে জড়ানো তোমার স্বত্ব 
জাগো নারী, জাগো তুমি জাগো--
মুক্ত কর, ছিন্ন কর--
অসহায়তা পরাধীনতার শিকল পরা 'তোমাকে --
পরো এবার মুক্তির বসন, চল এগিয়ে চল--
জাগো হে নারী, নিজেকে চেনো--
হাতে যে সময় শেষ হয়ে এলো !!!! 

                                                              অরুণিমা 

প্রতীক্ষা



কেটে যায়  দিনগুলো 
তার  আসার  প্রতীক্ষায় 
তবুও সে যে আসেনা 
জীবনের আঙ্গিনায় 

কত আশা , কত বেদনা 
ঘিরে আছে তাকে 
কুয়াশা ভরা পথে 
দুজনে হেটেছিলাম হাত ধরে .....

কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন 
সবই যে তাকে ঘিরে 
আসা  যাওয়া সেই প্রেমের হাওয়া 
অভিমান আর আদরের সুরে ভরা ......

চেয়ে থকি সেই পথ চেয়ে 
নীরবে চলে যেতে সময় এল 
তবু তার আসার প্রতীক্ষায় 
দিনগুলো যে না ফুরায়.........

                                        অরুণিমা