আলেয়া





আলেয়া  যে ও 
যত চাই না পাই তাকে 
ছুঁতে গিয়ে নিজেই হারাই !!
কি সে ?---

আলেয়া যে ও 
মন তো আলেয়া নয় 
তবে কেন ভালোবাসা  !
যত কাছে তত দুরে --
পথ তার না হয় শেষ !
তবেই কি সে আলেয়া ?
মনের গভীরে তাকে খুঁজি ,
কত আঁধার ,কত আলো ,কত যে হারানো পথ;
শেষ প্রান্তে পৌঁছে --
সে যে অশেষ , অনন্ত--সে যে ভালোবাসা !!

জানিনি তাকে কখনো --
জানতে চাইনা সে কে--
তবুও বারে বারে সেই আলো 
আঁধার বেড়ায় খেলে তাকে ঘিরে 
যেখানে খুঁজে পাই সেই "মহাসন্ন্যাসীকে"

কি সে ?

ভালোবাসা -- আলেয়া ??



অরুণিমা 

মা


এত সুন্দর এত অপরূপ 
এত নির্মল ,বিশাল তোমার অরূপ রূপ ,
নবজীবনে নব দূর্গা তুমি --
হে নারী ,তোমার স্বরূপ কে  চেনো  ,
তুমি জাগো !!

হে প্রলয়ঙ্করী ,হে মমতা সুন্দরী 
ছড়াক বিশ্বে তোমার মধুর অমৃত বাণী ;
এসো  হে দূর্গা ,এসো  হে কালী 
হে লক্ষ্মীরূপা ,সুষমা মুরতি --
হে নারী তুমি জাগো !!

জাগো হে মাতৃস্বরুপা                                                            
জাগো হে নবনন্দনা ,
বন্দনে ভরুক তোমার চিত্ত 
অনুভব করুক এ বিশ্ব তোমার স্বত্ব 
হে নারী তোমার স্বরূপ কে চেনো ,
জাগো,তুমি জাগো !!

এসো হে এবার, জাগো দুর্গারূপে 
বিশ্ব কর ভয়শূন্য 
উচ্চতর পথে চলো ,মুক্ত করো 
শিকলে জড়ানো তোমার স্বত্ব 
জাগো নারী, জাগো তুমি জাগো--
মুক্ত কর, ছিন্ন কর--
অসহায়তা পরাধীনতার শিকল পরা 'তোমাকে --
পরো এবার মুক্তির বসন, চল এগিয়ে চল--
জাগো হে নারী, নিজেকে চেনো--
হাতে যে সময় শেষ হয়ে এলো !!!! 

                                                              অরুণিমা 

প্রতীক্ষা



কেটে যায়  দিনগুলো 
তার  আসার  প্রতীক্ষায় 
তবুও সে যে আসেনা 
জীবনের আঙ্গিনায় 

কত আশা , কত বেদনা 
ঘিরে আছে তাকে 
কুয়াশা ভরা পথে 
দুজনে হেটেছিলাম হাত ধরে .....

কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন 
সবই যে তাকে ঘিরে 
আসা  যাওয়া সেই প্রেমের হাওয়া 
অভিমান আর আদরের সুরে ভরা ......

চেয়ে থকি সেই পথ চেয়ে 
নীরবে চলে যেতে সময় এল 
তবু তার আসার প্রতীক্ষায় 
দিনগুলো যে না ফুরায়.........

                                        অরুণিমা