প্রেমানুভূতি



সই ,কার বাঁশি যে আজ শুনি কানে
থাকিতে নারি সখী আর গৃহমাঝে --
শুনি মধুর ধ্বনি ওই সুদুর নিবিড় বনে ,
ময়ুর ময়ূরী যেখানে নাচে পাখনা দুটি মেলে !!

মন যে হয় উতলা ওই সুরের টানে
কোয়েল দোয়েল সবে বলে "ওই চতুর
বাজায় বাঁশি এ মধুর সুরে--ওই সুদূর বনে "
থেমে যায় উজান বাতাস -- থেমে যায় উড়ন্ত পাখি --
স্থির হয়ে শুধু শুনি যে তারই মধুর ধ্বনি --

মিনতি করি তার ওই পায়ে ধরি ;
বাজিও না বাঁশি হে সুদুর অতিথি !
বল না আমায় সখী আর কি ঘরে থাকা যায় ;
নুপুর যে উতলা হলো তার সুরের মায়ায় ;
ঢেউ উঠেছে আজ আকাশে বাতাসে --
শুধু বলে আজ তোমায় ভালোবেসে --
গান আর গান শুধুই রইবে বাঁধা মালায় দেখো --
আর রইবে ভালোবাসার একটি ছোট্ট আলো !!!


                                                                                                                    .........অরুণিমা 

অল্পকথা



অশান্ত এ মনে শ্রাবণের ধারার মাঝে 
অসীম অন্ধকারে কত যে সুর বাজে 
অল্পকথা অল্পগান রইলো আজ লেখা 
হৃদয়ে এঁকে যাই আজ হৃদয়েরই রূপরেখা ।।

আঁখির আকাশে যখনই হয় কল্পনার প্রবেশ 
আলোকিত করে তুলে সৃষ্টিরূপের দেশ 
আঁধার ভেঙে উল্লাসে নাচে কবিতার শব্দরাশি 
   সুরের ঐক্যতানে বেজে উঠে মনে প্রেমের বাঁশি ।।

প্রজাপতির ডানায় আলতো ছুঁয়ে যায় আমায় স্বপন 
গহন রাতেও শুনি যে ভ্রমরের অভিমানী গুনগুন 
বিদায় বেলায় কুহু যে ডাকে ওই মালতী বনে 
  স্বপন বিলাসে দোলে মন রঙ্গে তরঙ্গে মধুর তানে ।।

                                                                                     ............অরুণিমা 

অভিমান



শব্দগুলো আজ হারিয়ে গেছে
নিরব হয়ে গেছে মন
 শুধু অশ্রুজলে ভাসছে হৃদয়
যেন অঝরে অনুক্ষণ !!

কোথাও  নেই আজ পাখির কুজন
নিরব হয়েছে কুহুর সুর
পাতাগুলি আজ মৃতপ্রায় যেন
জীবনবর্ষা ছুয়নি তো গগন !!

রাত দিন যেন চলেছে আপন পথে
হারিয়েছে আনন্দ পরাজিত পথে
হারিয়ে গেছি আমিও আজ
পাওয়া না পাওয়ার অভিমানে অভিলাষে !!!
                                                           অরুণিমা