আনন্দাশ্রু





অন্ধকারের উদাসী রাত কাটলো এই আশায় 
      ভোরের সূর্য ভাসাবে আবার আলোয় আমায় 
বলছে বাতাস ভরবে প্রাণ কুহুর মিষ্টি সুরে 
       আজ এই প্রেমিক মন ডাকছে যেন কারে ?

মনবাগানে আজ ফুটেছে কত যে ফুল 
     লেগেছে হৃদয়ে আজ ভালবাসার দোল ,
  হারিয়েছে আজ কত যে টুটে যাওয়া স্মৃতি 
     তোমার ছুঁয়ে এলো আলো সুখ প্রীতি !!

প্রদীপ আজ জ্বেলেছি মন দুয়ারে দেখো 
    তোমারই যে আমি একথাটি মনে রেখো --
আর বলোনা কিছু বুঝেছি প্রিয় আমি 
    চোখের ভাষা যে বলে দিল অনেক কিছু 
এতদিনে স্বপ্ন আমার হলো যে পূর্ণ 
    প্রিয়,তোমায় ছাড়া ছিলাম আমি অপূর্ণ !!

                                                              অরুণিমা 

আগমনী



এসো মা আজ নবরূপে নবসাজে
        সেজেছে আকাশ যে তোমারই রূপের প্রভাতে
সহস্র শিশিরকণা পাতায় যেন বধূসাজে আজ
         জেগেছে শুধু যে আনন্দময়ীর রূপের আহ্বানে !!

    শুভ্র শঙ্খ বীণা বাজে শুনি আজ ওই মধ্যগগনে
          শিউলির মাতানো গন্ধ ছড়ালো যে ভুবনে --
কাশবনে আজ দেখি লেগেছে খুশির দোলা
          চঞ্চলা মেঘেরা আনন্দে আজ ভাসালো ভেলা !!

মহাশূন্য মনে হয় যেন মা তোমার আঁচল
          সাতরঙে রাঙা হলো এই উজর ধরাতল --
সকল কাজের মাঝেও কভু ভুলিনা যেন
          মা যে আসছে--আর মাত্র শুধু এই দিনগুলো !!!

অরুণিমা 

মৌন অনুভুতি




মৌন আকাশতলে ব্যথাতুর নিঃসঙ্গ জীবন 
        পলে পলে ছুঁয়ে যায় শুধু অসহ্য বেদন --
আজ আর নেই কোনো আশা নেই ভালবাসা 
        আছে শুধু ব্যথা আর অশ্রুমেঘাচ্ছন্ন কুয়াশা !!

নীরবে মিলিয়ে গেছে তোমার দেওয়া সেই স্মৃতি মধুর

        দাড়িয়ে আছে আজ সম্মুখে ভয়ংকর বাস্তব কঠোর ----
হেঁটে যেতেই হবে আজ এই অশ্রুসজল চোখে কাটাভরা পথে 
        মন ছাড়া কেউই যে বলেনি "আমি আছি তোমার সাথে "---
হাত ছুটে ছেড়ে চলে গেছে যত সেই অতীতের রাঙা পল 
         পলকে চেয়ে দেখি রেখে গেছে শুধুই ব্যথা আর অশ্রুজল 
মৌন আজ পাখিরা আর সেই স্মৃতির অপূর্ণ সব বাণী 
          কোথাও রইলো না আর মনে তোমার প্রেম মূরতি !!

বলেছিলে তখন চোখে চোখ রেখে "আমি আছি সাথে"

          এগিয়ে চল শুধু রেখো হাত হাতে -----"
সময়ের স্রোতে হারিয়ে গেছে আজ সেই মধুর প্রতিশ্রুতি 
          ফেলে রেখে গেছে শুধু তোমার স্পর্শের "মৌন অনুভূতি " !!!
                                                                                 
                                                                         অরুণিমা 

প্রিয়তম



তোমারি আঁখির মত আকাশের তারা দুটি 
     মিটমিট করে চেয়ে থাকে ওই 
            আমার পানে হে প্রিয় !!

কালবৈশাখীর মেঘে ঢেকে যায় ওই সব তারা 
     শূন্য গগনে মনে হয় যেন
          তোমার শুরু আমার সারা  !!

মৌন গগনে চাঁদ ভরে আলো 
     কেটে যায় মেঘ আঁধার কালো 
            হিম হয়ে ছুঁয়ে যায় তোমার নীরবতা !!

এসো গো কাছে চলে যেওনা হে
        ভেঙ্গে পাহাড় মুখর ঝরনা বহে 
         মনে হয় যেন চকিতে চায় চাঁদ 
(ওগো ) তোমার পরশ যে আমারে কাঁদায় !!!

আজ ধীর সমীরণ বহে 
কপোতীরা নাহি কহে কথা    
চুপ করে দেখে শুধু 
বাহিরের ঝড় ---অন্তরের নীরবতা !!!!

                                                                           অরুণিমা