শেষচিঠি



হে প্রিয় ,

তুমি আমার নও তবুও যে 
ভালোবাসি তোমাকে আমি --
যদিও নেই হৃদয়ে ছোট্ট জায়গাটুকু 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি !!

জেনেও তুমি নও সাথী আমার 
ভালোবাসি তোমাকে আমি --
দোষটুকু যে আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি !!

স্বপ্ন দোলায় দুলেছি যদিও জানি 
প্রেমের হাওয়াটুকু যে আমার নয় 
আকাশের তারার ভিড়ে এতটুকু জায়গা 
জানি আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি 
হৃদয়ের পথে কাঁটাগুলো যে আমার 
ছলনায় ভরা জানি ওই হৃদয় 
জানি আমার কথা যে শুনবে না তুমি 
তবুও যে তোমাকে ভালোবাসি তোমাকে আমি ---

জানি চোখের পাতায় জমা জলটুকু 
দেখবে না তুমি -- শুনবে না ওই কান্না 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি 
পথ চেয়ে একা বসে থাকি তোমার আশায় 
জানি এ পথ তোমার নয় তবুও 
ভালোবাসি যে তোমাকে আমি 

গানের বীণা যে যায় থেমে 
তোলে না যে ছন্দের লহর 
জানি তুমি শুনবে না আমার বাঁধা গান 
প্রদীপ শিখা যে নিভে যাবে জানি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি --

সবুজ তরুর হাওয়ায় দোলে 
শাখায় শাখায় লিখে যাই হারানো সেই নাম 
জানি নেবে না তুমি জীর্ণ এ পাতার নোহর 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি !!

অবসাদে চোখ দুটি হয় ম্লান আজ 
অভিমানে ঢেকে রাখি তারে দুহাতে 
জানি ফুরাবে আমার চোখের আলো 
জানি আসবে না তুমি কলে নিয়ে যেতে 
তবুও ভালোবাসি যে তোমাকে আমি --

শেষ যাত্রায় মরণের পথে আমি চেয়ে 
জানি সে পথ ফুরাবে না আমার 
বিদায় বেলায় জানি আসবে না তুমি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি ---

মনের কথাটি তাই লিখলাম কবিতায় 
জানি শব্দগুলো বলবে আমার কথা 
রয়ে যাবে অক্ষরের আড়ালে আমার ব্যথা 
জানি হারানো দিনের ছায়াতীরে আসবে না ফিরে 
তবুও বলি শেষে --ভালোবাসি তোমাকে আমি  !!!

                                                   ................অরুণিমা 

আলোছায়া



সেদিন ওই নয়নের পারে দেখেছিলাম তারে 
       ' মা ' বলে ডেকেছিলো যে ও মোরে ;
তার সেই ছোট্ট হাতের কোমল ছুঁয়ায় 
        পরম স্নেহে ছুঁয়েছিল যে আমার দুটি হাত !!

বলেছিলো কেঁদে  "মা , তুমি থেকো পাশে মোর 
       আমি যে অবুঝ--তবু বুঝি তুমি যে আমার 
বেশ ছিলাম যখন ছিলাম তোমার ছায়াতে 
        নিভে যেত তখন সব ভয় তোমার পরশে---

বাস্তব যে বড়ো নিঠুর মা--বুঝালো আমায় আলো ,
      মা, নিয়ে নাও আমায় তোমার স্নেহের ছায়ায় --
রেখে দাও আমায় স্নেহের ভিড়ে লুকিয়ে তোমার আঁচলে 
      ভয় করে গো মা--মা, যেও নাগো কভু যে আমায় ছেড়ে !!!

                                                  ..................অরুণিমা 

নয়নমোহনা



ঝর ঝর ঝর ঝরে 
     নিশীথে শাওন ধারা 
গুরু গুরু গুরু গরজে 
     অম্বরে মেঘ মালা ।।

ঝির ঝির ঝির ঝরে 
    বর্ষায় অঝোর মেঘ বৃষ্টি 
ছম ছম ছম নুপুর বাজে 
    শোনা যায় ওই প্রেমগীতি !!

দোলে দোলে আজ বনদোলনা 
     রুন ঝুন ঝুন নুপুর ধ্বনি যায় শুনা 
খিলখিল খিলখিল কুমারীরা হাসে 
      বিজলী যে গরজে আষাঢ় অম্বর মাঝে ।।

ঝর ঝর ঝর ঝরে শুকনো  বনে ঝরাপাতা 
    শীতের হাওয়ার পরশে পিহু যে মাতোয়ারা 
বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত আর শীতের কুয়াশায় 
    রূপের আসা যাওয়ায় ধরা যে সদাই অপরূপা  !!


                                                                                 অরুণিমা