শুধু তোমারি জন্য

                                                                           (৩)





মেঘলা আকাশ উতলা মন
   পথ চেয়ে রই অনুক্ষণ
না জানি কবে ফুরাবে এ পথ চাওয়া
   মিলাবে আমার সাথে সুর এ পূবালী হাওয়া......

রাগ অনুরাগে ছাওয়া কতো স্বপ্ন আশা
   পেয়েছে আজ ভালবাসা খুঁজে কতো নতুন আশা
তোমার ছুঁয়ায় লাগে হিমের পরশ অঙ্গে মোর
   বেধেছি বীণায় আজ কতো নতুন সুর

নীল যমুনার জলে আজ বইছে উজান  
   মুরলী ধ্বনি শুনি নাচে ময়ূর ময়ূরী
প্রথম প্রদীপ আজ জ্বালিয়েছি দুয়ারে মোর
   নিশীথের আঁধার কাটিয়ে এলো মোর প্রেমের ভোর !!!

...........................অরুণিমা


শুধু তোমারি জন্য

(২)




সে আছি আজ একা মনে
কতো স্মৃতি আজ ভিড়েছে এক্ষণে
তোমার পরশ জাগাত কি অনুভূতি
তোমার বিরহে আজ মরি আমি...
নয় এ শুধু কথার মেলা
নয় এ কেবলই মনের খেলা
দিলাম কতো অশ্রুজল তোমায় সঁপে
তবুও যে হেটে যাই এ পথ একা রাতে ...।।

মন এ নয় শুধু – এ যে পূজার থালা
রইলো তায় বেথার শতদলে গাঁথা অশ্রুমালা
আমার পরিচয়ের ঈষৎ এ আলাপ হতে
পরাবো তোমায় এ মালা মলিন দ্বীপালোকে  ...।।
             
                           ..............অরুণিমা

শুধু তোমারি জন্য

                                                                              ( ১)



বুঝিনি কেন আজো কি এই জীবন
আশার পূরণ নাকি শুধুই মরণ
আনন্দ হারায় কেন দুখের ভিড়ে
মন চলে যায় কোন স্মৃতির তীরে
কেন শুধুই চেয়ে থাকা আশায় আশায়
তোমার বিরহে আমায় অশ্রু যে ভাসায়
বাঁধতে গিয়ে কেবলই ভাঙ্গে শান্তির নীড়
মনেতে বিঁধে কোন যে আঁধারের তীর
ভেবে যাই যাবনা আর তোমার দিকে
তবুও বুক ভরে বিশ্বাস করি ভালবাসার এই
রাগ অনুরাগে ভরা রঙগুলো নয় ফিকে----- !!!

                           ...................অরুণিমা