১লা বৈশাখ



নতুন বছরে নব কলেবরে
এসেছে বৈশাখ নববর্ষা নিয়ে
ঝরঝর ঝরে আজ আনন্দ ধারা
বৈশাখী উল্লাসে মন মত্ত মাতোয়ারা
।।
আনন্দে ঝরিছে আজ অঝোর ধারা
পরিয়া পুরাতন স্মৃতি নতুন রঙীন ওড়না ,
কাজল মেঘ পথে সূর্য ভাসায় ভেলা
বৈশাখী হাওয়ায় প্রাণে লাগলো দোলা ।।
                             ।।অরুণিমা ।।

প্রেমারতি



ক্ষণিকের পরিচয়ে সাথী মোর হলে,
জীবন মরণে তুমি চিরসাথী যে বলে
অভিমান আর অনুরাগে
বাঁধা এ মালা
ক্ষয় নাহি হবে ওগো প্রেমের এ ডালা
।।
রাত জাগা পাখী যে ফিরে আসে কুঞ্জে
মাগিয়া বিদায় তুমি এলে এ শ্রান্ত
সাঁঝে
চৈতীর চাঁদ যে ওগো ভাসায় আলোর ভেলা
সুরের ধারায় নেয়ে ওঠে
মেঘলা সকাল বেলা ।।
হিসেব বেহিসেবের মেল মেলেনি আজ ও
মনের বীণার ঝঙ্কারে পরশ তোমারি যে প্রিয়
প্রাণের মাঝে বাজে সদা তোমারি রাগিণী
প্রেমের কাননে হারায় মোর মায়ার হরিণী
।।
                       
                                        ।। অরুণিমা ।।


ছড়া




কেনারামের হুরুং ফুরুং
মিট্টিরামের গুরুং
ব্যাঙ নাচে বৃষ্টি ভিজে
টুনটুনি ও তাই ছুটে
।।
ছোট্টসোনা নাড়ু খাবে
বায়না ধরেছে দেখে
বৃষ্টি ভিজে দাদু তাই
আনতে গেছে তবে
।।

                            ।। অরুণিমা ।।



শুধু তোমারি জন্য

                                           ()



চোখের জলটি মুছিনি তুমি আসবে বলে
বরিষটির ধারায় ভিজিনি তুমি আসবে বলে
শ্রাবণের দোলায় দুলিনি তুমি দোলাবে বলে
    পরশ রজনীর লাগাইনি গো গায়
       তোমার সুগন্ধে ভাসব বলে !!
দীপহীন মোর দেউলে এসে
   জ্বালালে এ কি প্রেমের শিখা
মায়ার বাঁধনে জড়ালে মোরে
   লুটায়ে কতো গানের ডালা ...

আঁধার মিটায় আশার আলো
ওই বুঝি যে আমার শ্যাম এলো
বিজলি চমকে তৃষিত আকাশে
চাতক বসে রয় পিপাসিত চিতে
ওই যে শুনি তার চরণের ধ্বনি
তুমি আসবে তাই চেয়ে রয়
দুয়ারে মোর সাঁঝের প্রদীপখানি ।।
                                               ............অরুণিমা