জেগেছি আজ ভোরের এক পাখির মিষ্টি তানে
আসোনি তুমি এসেছিলো স্বপন্ না জানা কারণে ,
আঁধারের বুকে ফুটে উঠেছিলো একটি আলো
রাত্রি নয় , চাঁদের আলোয় তোমায় বেসেছি যে ভালো ।।
হয়েছি ভ্রমর তোমার কলিতে অশোক ফুলেতে ,
মধুপিয়াসি আমি যে গো অতিথি বসন্তে ।
মধুকর তুমি কি মিনতি করিলে এ সাঁঝে আজ ,
তোমারই তরে আমার এ মধুর বিরহ সাজ --
এঁকেছি তব চিত্রখানি মোর মনের চিত্রপটে ,
দেবে কি প্রাণ আমার সেই মিষ্টি স্বপ্নটাতে --
ভালোবাসার ছুটো পাখি বেঁধেছিল ছুটো বাসা ,
বলিও তারে -- পথ হারিয়ে পথহারা নই আমি --
সে কি? নিস্তব্ধ এ রাতে ফুটেছে এ কোন ফুল ?
স্বপ্নটা সত্যি মিষ্টি ----নাকি হারিয়ে যাওয়া কোন এক ভুল-----
|| অরুণিমা ||