জেগেছে ভোর


            জেগেছি আজ ভোরের এক পাখির মিষ্টি তানে
                  আসোনি তুমি এসেছিলো স্বপন্‌ না জানা কারণে ,
                  আঁধারের বুকে ফুটে উঠেছিলো একটি আলো
                  রাত্রি নয় , চাঁদের আলোয় তোমায় বেসেছি যে ভালো ।।

                   হয়েছি ভ্রমর তোমার কলিতে অশোক ফুলেতে ,
                   মধুপিয়াসি আমি যে গো অতিথি বসন্তে ।
                   মধুকর তুমি কি মিনতি করিলে এ সাঁঝে আজ ,
                   তোমারই তরে আমার এ মধুর বিরহ সাজ  --

                   এঁকেছি তব চিত্রখানি মোর মনের চিত্রপটে ,
                   দেবে কি প্রাণ আমার সেই মিষ্টি স্বপ্নটাতে --
                   ভালোবাসার ছুটো পাখি বেঁধেছিল ছুটো বাসা ,
                   বলিও তারে -- পথ হারিয়ে পথহারা নই আমি --
                   সে কি? নিস্তব্ধ এ রাতে ফুটেছে এ কোন ফুল ?
             স্বপ্নটা সত্যি মিষ্টি ----নাকি হারিয়ে যাওয়া কোন এক ভুল-----

|| অরুণিমা ||


শুধু তোমারি জন্য

জাগো আনন্দরূপে হে বন উদাসী
জাগো নবরূপে হে প্রেম পিয়াসী
রঙ্গিন তব ঊষার আভাসে বসন্ত বিদায়ী
ফিরে গেলো লাল আভা কি লজ্জায় মরি !!

এলো কোকিল তোমার ডাকে রঙ্গিন ঊষার মাঝে
এলো ময়ূর ময়ূরী সাথে তব খেলতে হোলি
যেন মেঘ বিজড়িত রঙ্গিন গোধূলি এলো পথ ভুলি
শ্যাম এলো মোর বাজায়ে বাঁশি খেলতে হোলি !!

ঝরা পাতায় ফেলি দীর্ঘশ্বাস চোখে জাগে স্বপন পিয়াস
ঝুম ঝুম ঝুম নূপুর শুনি ওই পিয়াসী ফাল্গুনে পথ পানে
দুনয়নে নেই ঘুম উদাসী রাতের ওই পথিক মেয়ের শুন
ভোরের আলো ফুটায় ফুল আঁখি মেলে এ কোন সকাল !!
                                                  ।। অরুণিমা ।।


শ্রান্ততান

তুমি দাঁড়ায়ে রয়েছো দ্বারে 
তাই তো পারিনি যেতে 
নিরব নিশীথে ।।

মিথ্যার আঁধারে জ্বালালে তুমি 
সত্যের ও প্রদীপ শিখা 
তাই তো বীণায় বাঁধা রইলো মোর 
মরমের শিশিরে প্রভাতের দীপশিখা ।।

বৈশাখী হাওয়ায় ঝরা মুকুল 
মরুর পথে হারায় যে কুল 
কত কথা কহে বিরহী শশী
নীরবে শুনিলে হে প্রিয় পিয়াসী ।।
মহাসাগরের ঢেউ করে গর্জন 

হেলা কত আনিবে হে স্বজন 
বুঝিলে না কি ব্যাথায় গোধূলী লগনে 
চেয়ে থাকে সূর্যমূখী গগন পানে ।।
                       অরুণিমা 



হৃদয়তান



ভৈরবী গায় ঐ প্রভাতে কে সে পাখী ,
শ্বেতবসনা তুমি কে হে উদাসিনী,

নীরব বীণা ঝংকারে তুলে করুণ সুর ,
ছন্দে ছন্দে দোলে মনে সে স্মৃতি মধুর।।

ভোরের শিশির প্রিয় গায় সে গান,
চাঁদের আলোয় সেদিন রচেছিলে যে তান।।

প্রভাতে তোমার সুরের নেশায় মজিবে যখন মন ,
রোদন হইয়া তোমার চোখে আসিব জানিও তখন ।।

পথের ধূলিতে দেখিবে প্রিয়,
দেখিবে চমকিয়া মেঘের ঝলকে,
দেখিবে প্রিয় দেখিবে আমায়
মিশিয়াছি তোমার রঙ্গের তুলিতে।।

                                      ।। অরুণিমা ।।


শুধু তোমারি জন্য



ত আশা রয়ে গেলো ঢাকা
নিরাশার বালুচরে
রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি
বাঁধা
সময়ের বাহুডোরে ।।
বদ্ধ মনের আঁধার ঘরে
আলোর একটিও কিরণ যখন
পায়নি যখন একটিও ভাষা
রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি
আর ব্যর্থতার নিরবতা।।
                   
                             ।। অরুণিমা ।।