মধুর বিরহ



নিশি নিঝুম ঘুম নাহি আসে
খুঁজে যাই প্রিয় তোমারই পরশ যে--
দিন নাহি যায় রাত নাহি কাটে ,
কোথা তুমি হে দূর প্রবাসে !!

কপোত কপোতীরা নীরব নাহি রহে ,
অজানা এ মনে আসে কত কথা
তবু নাহি আসে স্বপন সুবাসে ;
বিঁধে যায় বুকে তোমার নীরবতা !!

ফুরায় দিনের বেলা ফুরায় না রাতি,
শিয়রে হায় আজো জ্বেলে যাই আশার বাতি,
অভিমানে সে দীপ নিভে যায় আজি
বিষাদ মাখা মুখ আর যে দেখিতে নারি !!


কত দিন যায় ,কত দিন আসে ,
তবু ও যে  আসো নাহি তুমি !
পূর্ণিমার চাঁদ নিভে যায় আজি
তবুও দেখা নাহি পাই যে তোমারি !!!

অরুণিমা 

বাস্তব



প্রেম ,ভালোবাসা ,পরিণয় 
বাঁধা এই বন্ধন মনের আলোয় 
তুমি বললে মন যে বাস্তব নয় 
পুতুল নাচের এই দুনিয়ায় !!

জীবন মরণের শপথ নেওয়া 
সুখ দুঃখের এই আনাগুনা 
ভাব ভাবনার এই মেলায় 
কত ফুল ফুটে  জীবন বাগিচায় !!

জীবন মঞ্চের এই নাটকে 
অভিনয় --শুধুই অভিনয় 
পেয়ে হারানোর পালাবদলের এই খেলায় 
মন ডুবে যায় অসহ্য যন্ত্রণায় !!

কত টুটে যাওয়া স্বপ্নের আঘাতে 
আঁতকে উঠি তোমায় হারাবার বিভীষিকাতে 
স্নেহ-মায়া-মমতার বন্ধন বাঁধি 
ভালোবাসি যে তোমাকেই আমি !!
                                                                           অরুণিমা 

জীবনসাথী






লিখেছি আজ তোমায় নিয়ে  
কত স্বপ্ন তোমাকে নিয়ে 
জীবন মরণ তোমারই পরশে 
      নিয়ে চলো আমাকে স্বপ্নের দেশে !!

সাতপাকে বাঁধা পড়ল এই মন 
সিঁথিতে সিঁদুর দিলাম যখন 
মনে হলো যেন পেয়েছি ওই গগন 
যেখানে রয়েছে শুধু তোমার ভুবন !! 

আমি যে শুধু তোমারই ওগো 
একথাটি যে মুখে বলিনি কখনো
নেই যে আর ভাবনা ভয় 
তোমার হাতে অর্পিত এই হৃদয়
ছুঁড়ে দাও কি করো বরণ 
      নিতে পারবেনা তোমার থেকে আমাকে মরণ !!!


                                                       " তোমারই  অরুণিমা "




হারানো সুর




খুঁজে চলেছি সেই হারানো সুর,
        খুঁজে চলেছি সেই অতীত সুদূর --
 কাটেনি যে আজ ও রাতের আঁধার 
        হয়নি যে ভালোবাসার ভোর !!

মরণের পারে তোমার ছোঁয়া 
         বার্তা লয়ে যায় দখিন হাওয়া ;
মন মিশে যায় তোমার পরশে 
         হারানো সুর তবু না গরজে !!

কত কথা কত গান রচে 
        তোমাকে শোনাবার তরে,
শুনতে চাওনি তুমি আজ ও 
        মনের কথাটি যে রইলো মনে !
পেলোনা আমার সুর তোমার পরশ 
        পেরিয়ে গেলো কত সুদীর্ঘ বরষ --
মরণের পারে ওগো মিলনের আশায় 
        হেঁটে চলেছি আজ ও মরণের নেশায়!!!

                                                                        অরুণিমা 

আর্তনাদ




সখী , বল ওকে চলে যেতে বল--
বল না ওকে মুছে দিতে বল
সব মিথ্যা আশা , সব স্মৃতি --
রয়েছে যেখানে ওর মূর্ত স্থিতি !!


চাই না আর এই হারানোর ব্যথা
      চাই না আর ওর আসা যাওয়া 
দেখবো না আর সেই ফেলে আসা পথ 
      আজ নিজেকে ভালোবেসে নিলাম শপথ !!

জগত যেথায় দিয়েছে আমায় 
      শুধুই অপমান আর অবহেলা --
চাইনা আর এই মিথ্যা ভালো থাকা ;
    প্রাণ যেখানে জুড়ায় যেতে চাই সেথায় --
রয়েছে যেখানে সুরের সাড়া ,
     আর একটি প্রাণ ভালোবাসায় ভরা !!!

অরুণিমা 

ভাবনা



ভেবেছিলাম ভুলে যাবো তোমাকে 
ছিন্ন করে দেবো সব বন্ধন 
খুলে ফেলবো এই পরাধীনতার শিকল 
    বইতে দেবোনা আর অশ্রুজল
ভেবেছিলাম মুছে দেবো সব স্মৃতি 
      ভাঙব মনমন্দিরে বসানো তোমার মূর্তি !!

ভেবেও ভাবনা হয়না শেষ 
রেখে যায় শুধুই স্মৃতি অশেষ 
চেয়েও কেন চাইনা মুক্ত করতে 
   নিজেকে পরানো এই শিথিল শিকল 
শুধু ভাবনাই কি তাহলে শেষ 
    কেন রয়ে যায় শুধুই প্রশ্ন অশেষ????
                                                       
                                                                                                                           অরুণিমা

       


প্রাণলিপি


ভেবেছিলাম শুধু ভালোবেসে কাটাব জীবন ,
ছিনিয়ে নিতে পারবেনা 
তোমার থেকে আমাকে মরণ !
চোখের জলে লিখেছি আজ এই লিখন --
জানি--একদিন তুমি করবে আমাকে বরণ !!

কিন্তু সেদিন থাকব না আর এই জগতে ,
অবহেলায় অপমানে মুছে যাবে সব স্মৃতি ,
থেকে যাবে হয়তো ব্যথা--শুধুই ব্যথা , 
 বিদায় নিলাম আজ তোমার থেকে আমি !!

আমি যে শুধু তোমারই জেনো --
তবু তুমি আমার নও তা জানি ;
খুঁজে বেড়াই প্রতি পলে তোমাকেই আমি --
ওগো তোমাকেই যে আমি ভালোবাসি !!!

অরুণিমা 

বেদনা



মনের কোণে এতটুকু জায়গায়
 চেয়েছিলাম গো এতটুকু ভালোবাসা
পিয়াসী মন চেয়ে থাকে চকোরের মত
  ভালোবাসার মেঘ-বৃষ্টির অপেক্ষায় !!

দখিনা বাতাস কেঁদে চলে যায়
    রেখে যায় বুকে ব্যথার কুয়াশা
পিপাসিত মন ভরে উঠে বেদনায়
    চেপে যায় মনে সব আশা নিরাশা !!

সুখ দুঃখের স্বপ্ন বাঁধা ঘরে
    নিভে যায় আশার বাতি ;
কেঁদে উঠে মন তারে হারাবার
    বিভীষিকার ঘোরে !!

নিভে যায় প্রদীপশিখা
        মুছে যায় সব আশা
পড়ে থাকে শুধু শূন্যতা
        আর অপূর্ণ সব আশা !!


                                             অরুণিমা 

মনপাখি




গা রে পাখি মোর 
     দে ভরে দে সুরে গানে --
চুপ করে চলে যাসনা উড়ে 
      চেয়ে থাকি তোর পথের পানে !!

ফিরে আয় পাখি মোর 
 ডেকে তোরে কাতর হলো 
 একা মন উদাস দুপুর --
বয়ে চলে শুধু প্রানহীন বাতাস 
      আর নীরবতার সুর !!

নেই যে আজ খুশির ঠিকানা --
     মন বলে আর কিছুই চাইনা !!
অবাক হয়ে তাকিও না আর ,
      আনন্দে ভরে উঠলো প্রাণ আমার !  
 ভরলো আকাশ মাতলো বাতাস 
      ফিরে এল মনপাখি আমার !!
                                                               অরুণিমা 

জিজ্ঞাসা


ভালবাসা আর সমর্পণ 
  জীবনেরই দর্পণ ,
তবু কেন এই শূন্যতা --
  সেই অপূর্ণ থেকে যাওয়া ?
বুকের ভেতর থেকে যাওয়া 
  সেই অশেষ যন্ত্রণা --
     মুখ ফুটে যা যায়না বলা !!

সংগীতের সুর তালে ছিল বাঁধা 
   তোমার আর আমার ভালবাসার বীণা --
ছিল যে ভাবনার আবেশে ভরা 
    প্রেমের চন্দ্র-সূর্য-তারা--

কেন হলো না সে স্বপ্ন পূরণ 
   কেন থেকে গেল শুধুই মরণ 
কেন গাওয়া হলো না সে গীত 
   কেন ছিঁড়ে গেল প্রেমের বাঁধন 
        কেন পড়ে রইলো শুধু 
               অপূর্ণ এক শূন্য জীবন ??
    
তবুও চলে যাই খুঁজে পথের ঠিকানা 
পেয়ে যাই শুধু অপমান আর অবমাননা 
   রেখে গেলাম শেষ চিঠি 
         রেখে গেলাম শুধুই স্মৃতি 
             একফোঁটা ভালবাসার আশায় ---


    অরুণিমা                                                                                      

বন্দনা




সৃষ্টির আনন্দে মজে আছো যে 
  নেই কোনো ভাবনা ভয় 
কত যে রচনা ,কত যে রটনা 
   মিশে আছো সৃষ্টির আলোয় !!

মজে আছে মন তোমারি 
   অরূপ রূপের ভাব্সাগরে 
ডুব দিতে চায় 
    মনিকান্চন কুড়াবার আশায় !!

সমুদ্ররূপ গভীর যে তোমার হৃদয় 
     নেই কোনো পারাপার 
 তাই এই ভাব সম্ভার চিত্তে 
     ভরে উঠে মন তোমারি বন্দনে !!




অরুনিমা 

শ্রী রামকৃষ্ণ বন্দনা




হে যোগঋষি শ্রী রামকৃষ্ণ
লহ হে প্রণাম ঠাকুর
জীবনভক্তি তোমায় অর্পিত
দাও চরণে ঠাই হে ঠাকুর !!

ভবসমুদ্র যে অপার
পার করে দাও হে ঠাকুর
চরণামৃত পান করে হোই
ভক্তিরসে ভাববিভোর !!

জীবের উদ্ধারতরে
এস হে আবার ধরাধামে
নিরমল মধুর তোমার রূপে হোক
মানব জীবন সফল হে ঠাকুর !!      

                                                                    অরুণিমা

ঠিকানা



নিঝুম দুপুরে মন বলে 
  চল চলে যাই দুরে --
পাখিরা যেখানে উড়ে যায় 
  খুলে যায় যেখানে 
         গভীর তত্ত্ব !!

   নীরব আকাশ ব্যস্ত ধরা 
      শুধু রোদ্দুর আর পাতা ঝরা 
রোদের ঝিকিমিকি 
    পাখিদের কিল্ কিলি 
     সেই  কবিতা আর গান --
চলে যায় মন-- 
 স্বপ্নের ঘোরে--

সময়ের স্রোতে ভেসে চলে 
কত রঙ্গে রাঙ্গা স্বপ্ন;
রেখে যায় শুধু  স্মৃতি --
আর শুধুই প্রশ্ন!!

কত আশা কত স্বপ্ন 
সবই তোমাকে ঘিরে 
মন বলে আজ ও 
আসবে তুমি ফিরে !!

সুরের ঝরনায় ডুবে 
খুঁজে যাই খুশির ঠিকানা 
হটাৎ ছুঁয়ে যায় সেখানে বাস্তবের ইশারা 
বলে-“ফিরে আয়, ওরে ফিরে আয় --
নেই কোথাও ভালবাসার ঠিকানা” !!


অরুণিমা