শ্রান্ততান

তুমি দাঁড়ায়ে রয়েছো দ্বারে 
তাই তো পারিনি যেতে 
নিরব নিশীথে ।।

মিথ্যার আঁধারে জ্বালালে তুমি 
সত্যের ও প্রদীপ শিখা 
তাই তো বীণায় বাঁধা রইলো মোর 
মরমের শিশিরে প্রভাতের দীপশিখা ।।

বৈশাখী হাওয়ায় ঝরা মুকুল 
মরুর পথে হারায় যে কুল 
কত কথা কহে বিরহী শশী
নীরবে শুনিলে হে প্রিয় পিয়াসী ।।
মহাসাগরের ঢেউ করে গর্জন 

হেলা কত আনিবে হে স্বজন 
বুঝিলে না কি ব্যাথায় গোধূলী লগনে 
চেয়ে থাকে সূর্যমূখী গগন পানে ।।
                       অরুণিমা 



No comments:

Post a Comment