ভৈরবী গায় ঐ প্রভাতে কে সে পাখী ,
শ্বেতবসনা তুমি কে হে উদাসিনী,
নীরব বীণা ঝংকারে তুলে করুণ সুর ,
ছন্দে ছন্দে দোলে মনে সে স্মৃতি মধুর।।
ভোরের শিশির প্রিয় গায় সে গান,
চাঁদের আলোয় সেদিন রচেছিলে যে তান।।
প্রভাতে তোমার সুরের নেশায় মজিবে যখন মন ,
রোদন হইয়া তোমার চোখে আসিব জানিও তখন ।।
পথের ধূলিতে দেখিবে প্রিয়,
দেখিবে চমকিয়া মেঘের ঝলকে,
দেখিবে প্রিয় দেখিবে আমায়
মিশিয়াছি তোমার রঙ্গের তুলিতে।।
।। অরুণিমা ।।
No comments:
Post a Comment