শুধু তোমারি জন্য

জাগো আনন্দরূপে হে বন উদাসী
জাগো নবরূপে হে প্রেম পিয়াসী
রঙ্গিন তব ঊষার আভাসে বসন্ত বিদায়ী
ফিরে গেলো লাল আভা কি লজ্জায় মরি !!

এলো কোকিল তোমার ডাকে রঙ্গিন ঊষার মাঝে
এলো ময়ূর ময়ূরী সাথে তব খেলতে হোলি
যেন মেঘ বিজড়িত রঙ্গিন গোধূলি এলো পথ ভুলি
শ্যাম এলো মোর বাজায়ে বাঁশি খেলতে হোলি !!

ঝরা পাতায় ফেলি দীর্ঘশ্বাস চোখে জাগে স্বপন পিয়াস
ঝুম ঝুম ঝুম নূপুর শুনি ওই পিয়াসী ফাল্গুনে পথ পানে
দুনয়নে নেই ঘুম উদাসী রাতের ওই পথিক মেয়ের শুন
ভোরের আলো ফুটায় ফুল আঁখি মেলে এ কোন সকাল !!
                                                  ।। অরুণিমা ।।


No comments:

Post a Comment