আলেয়া





আলেয়া  যে ও 
যত চাই না পাই তাকে 
ছুঁতে গিয়ে নিজেই হারাই !!
কি সে ?---

আলেয়া যে ও 
মন তো আলেয়া নয় 
তবে কেন ভালোবাসা  !
যত কাছে তত দুরে --
পথ তার না হয় শেষ !
তবেই কি সে আলেয়া ?
মনের গভীরে তাকে খুঁজি ,
কত আঁধার ,কত আলো ,কত যে হারানো পথ;
শেষ প্রান্তে পৌঁছে --
সে যে অশেষ , অনন্ত--সে যে ভালোবাসা !!

জানিনি তাকে কখনো --
জানতে চাইনা সে কে--
তবুও বারে বারে সেই আলো 
আঁধার বেড়ায় খেলে তাকে ঘিরে 
যেখানে খুঁজে পাই সেই "মহাসন্ন্যাসীকে"

কি সে ?

ভালোবাসা -- আলেয়া ??



অরুণিমা 

1 comment: