জিজ্ঞাসা


ভালবাসা আর সমর্পণ 
  জীবনেরই দর্পণ ,
তবু কেন এই শূন্যতা --
  সেই অপূর্ণ থেকে যাওয়া ?
বুকের ভেতর থেকে যাওয়া 
  সেই অশেষ যন্ত্রণা --
     মুখ ফুটে যা যায়না বলা !!

সংগীতের সুর তালে ছিল বাঁধা 
   তোমার আর আমার ভালবাসার বীণা --
ছিল যে ভাবনার আবেশে ভরা 
    প্রেমের চন্দ্র-সূর্য-তারা--

কেন হলো না সে স্বপ্ন পূরণ 
   কেন থেকে গেল শুধুই মরণ 
কেন গাওয়া হলো না সে গীত 
   কেন ছিঁড়ে গেল প্রেমের বাঁধন 
        কেন পড়ে রইলো শুধু 
               অপূর্ণ এক শূন্য জীবন ??
    
তবুও চলে যাই খুঁজে পথের ঠিকানা 
পেয়ে যাই শুধু অপমান আর অবমাননা 
   রেখে গেলাম শেষ চিঠি 
         রেখে গেলাম শুধুই স্মৃতি 
             একফোঁটা ভালবাসার আশায় ---


    অরুণিমা                                                                                      

4 comments: