প্রেমানুভূতি



সই ,কার বাঁশি যে আজ শুনি কানে
থাকিতে নারি সখী আর গৃহমাঝে --
শুনি মধুর ধ্বনি ওই সুদুর নিবিড় বনে ,
ময়ুর ময়ূরী যেখানে নাচে পাখনা দুটি মেলে !!

মন যে হয় উতলা ওই সুরের টানে
কোয়েল দোয়েল সবে বলে "ওই চতুর
বাজায় বাঁশি এ মধুর সুরে--ওই সুদূর বনে "
থেমে যায় উজান বাতাস -- থেমে যায় উড়ন্ত পাখি --
স্থির হয়ে শুধু শুনি যে তারই মধুর ধ্বনি --

মিনতি করি তার ওই পায়ে ধরি ;
বাজিও না বাঁশি হে সুদুর অতিথি !
বল না আমায় সখী আর কি ঘরে থাকা যায় ;
নুপুর যে উতলা হলো তার সুরের মায়ায় ;
ঢেউ উঠেছে আজ আকাশে বাতাসে --
শুধু বলে আজ তোমায় ভালোবেসে --
গান আর গান শুধুই রইবে বাঁধা মালায় দেখো --
আর রইবে ভালোবাসার একটি ছোট্ট আলো !!!


                                                                                                                    .........অরুণিমা 

1 comment: