প্রেমারতি



ক্ষণিকের পরিচয়ে সাথী মোর হলে,
জীবন মরণে তুমি চিরসাথী যে বলে
অভিমান আর অনুরাগে
বাঁধা এ মালা
ক্ষয় নাহি হবে ওগো প্রেমের এ ডালা
।।
রাত জাগা পাখী যে ফিরে আসে কুঞ্জে
মাগিয়া বিদায় তুমি এলে এ শ্রান্ত
সাঁঝে
চৈতীর চাঁদ যে ওগো ভাসায় আলোর ভেলা
সুরের ধারায় নেয়ে ওঠে
মেঘলা সকাল বেলা ।।
হিসেব বেহিসেবের মেল মেলেনি আজ ও
মনের বীণার ঝঙ্কারে পরশ তোমারি যে প্রিয়
প্রাণের মাঝে বাজে সদা তোমারি রাগিণী
প্রেমের কাননে হারায় মোর মায়ার হরিণী
।।
                       
                                        ।। অরুণিমা ।।


1 comment: