মা


এত সুন্দর এত অপরূপ 
এত নির্মল ,বিশাল তোমার অরূপ রূপ ,
নবজীবনে নব দূর্গা তুমি --
হে নারী ,তোমার স্বরূপ কে  চেনো  ,
তুমি জাগো !!

হে প্রলয়ঙ্করী ,হে মমতা সুন্দরী 
ছড়াক বিশ্বে তোমার মধুর অমৃত বাণী ;
এসো  হে দূর্গা ,এসো  হে কালী 
হে লক্ষ্মীরূপা ,সুষমা মুরতি --
হে নারী তুমি জাগো !!

জাগো হে মাতৃস্বরুপা                                                            
জাগো হে নবনন্দনা ,
বন্দনে ভরুক তোমার চিত্ত 
অনুভব করুক এ বিশ্ব তোমার স্বত্ব 
হে নারী তোমার স্বরূপ কে চেনো ,
জাগো,তুমি জাগো !!

এসো হে এবার, জাগো দুর্গারূপে 
বিশ্ব কর ভয়শূন্য 
উচ্চতর পথে চলো ,মুক্ত করো 
শিকলে জড়ানো তোমার স্বত্ব 
জাগো নারী, জাগো তুমি জাগো--
মুক্ত কর, ছিন্ন কর--
অসহায়তা পরাধীনতার শিকল পরা 'তোমাকে --
পরো এবার মুক্তির বসন, চল এগিয়ে চল--
জাগো হে নারী, নিজেকে চেনো--
হাতে যে সময় শেষ হয়ে এলো !!!! 

                                                              অরুণিমা 

5 comments: