মধুর বিরহ



নিশি নিঝুম ঘুম নাহি আসে
খুঁজে যাই প্রিয় তোমারই পরশ যে--
দিন নাহি যায় রাত নাহি কাটে ,
কোথা তুমি হে দূর প্রবাসে !!

কপোত কপোতীরা নীরব নাহি রহে ,
অজানা এ মনে আসে কত কথা
তবু নাহি আসে স্বপন সুবাসে ;
বিঁধে যায় বুকে তোমার নীরবতা !!

ফুরায় দিনের বেলা ফুরায় না রাতি,
শিয়রে হায় আজো জ্বেলে যাই আশার বাতি,
অভিমানে সে দীপ নিভে যায় আজি
বিষাদ মাখা মুখ আর যে দেখিতে নারি !!


কত দিন যায় ,কত দিন আসে ,
তবু ও যে  আসো নাহি তুমি !
পূর্ণিমার চাঁদ নিভে যায় আজি
তবুও দেখা নাহি পাই যে তোমারি !!!

অরুণিমা 

7 comments:

  1. wow. . .bdw mam cn u remember me

    ReplyDelete
  2. mam , i waz 1 of mst wel knwn stdnt 2 u wn u hd bn teachng in holy chld

    ReplyDelete
  3. ya itz nt dat u cn remember a studnt whom u only taught a year, bt i cn remembr u coz along wid pamela mam,and sharmista mam, u r 1 of my fav teachr ever

    ReplyDelete
  4. by d way, mam, hav u lft singng. . . i cn Stl remembr d song sang by u in our teachers' day

    ReplyDelete
  5. Ok! Now i can reclct! Hope you r fine! Thank u so much n May God Bless you!!

    ReplyDelete
  6. tnx mam. . .nd m gr8ful dat u remembrd. . . by d way where do u live nw mam

    ReplyDelete
  7. এখানে সব পাঠকদের অবগত করার জন্য আমার লেখিকা হিসেবে এই লাইনগুলো লিখা ----

    এই কবিতাটিতে প্রথম লাইনটি কাজী নজরুল ইসলামের কাব্যগীতি "নিশি নিঝুম ঘুম নাহি আসে" এই গানটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে লেখা !! শিল্পী আর কবি হিসেবে আমার অনুপ্রেরণা হিসেবে এই মহৎ কবিকেই পেয়েছি মনের কাছে !!তাই কবিতাটিতে উনার এই বিখ্যাত গানের লাইন কয়েকটিকেই আমার কবিতার "জননী" হিসেবে মেনে এই কবিতাটি লিখেছি! অনুভব করার চেষ্টা করেছি উনার সেই বিখ্যাত "রোমান্টিক" অনুভূতিগুলোকে আমার কবিতার শব্দগুলোর মধ্যে !!

    এই চেষ্টা ভুল না ঠিক এই বিষয়ে আমার পাঠকদের কাছে আমি প্রতিক্রিয়ার আশায় রইলাম !!

    ReplyDelete