নয়নমোহনা



ঝর ঝর ঝর ঝরে 
     নিশীথে শাওন ধারা 
গুরু গুরু গুরু গরজে 
     অম্বরে মেঘ মালা ।।

ঝির ঝির ঝির ঝরে 
    বর্ষায় অঝোর মেঘ বৃষ্টি 
ছম ছম ছম নুপুর বাজে 
    শোনা যায় ওই প্রেমগীতি !!

দোলে দোলে আজ বনদোলনা 
     রুন ঝুন ঝুন নুপুর ধ্বনি যায় শুনা 
খিলখিল খিলখিল কুমারীরা হাসে 
      বিজলী যে গরজে আষাঢ় অম্বর মাঝে ।।

ঝর ঝর ঝর ঝরে শুকনো  বনে ঝরাপাতা 
    শীতের হাওয়ার পরশে পিহু যে মাতোয়ারা 
বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত আর শীতের কুয়াশায় 
    রূপের আসা যাওয়ায় ধরা যে সদাই অপরূপা  !!


                                                                                 অরুণিমা 

2 comments:

  1. বাহ! ছন্দের ঝরণা যে! আরো আরো চাই।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ দাদা এত উৎসাহ প্রদানের জন্য।

      Delete